কক্সবাজার সৈকতের ১১টি পয়েন্টে চালু হবে ফ্রি ওয়াইফাই

Looks like you've blocked notifications!
কক্সবাজার সমুদ্র সৈকতে আজ সোমবার ছাত্রলীগের পরিচ্ছন্নতা অভিযানে অন্যদের সঙ্গে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকও সৈকতের ময়লা পরিষ্কার করেন। ছবি : এনটিভি

বিশ্বের দীর্ঘতম কক্সবাজার সমুদ্র সৈকতকে পর্যটকদের কাছে আরো আকর্ষণীয় করতে সৈকতের ১১টি পয়েন্টকে ফ্রি ওয়াইফাই জোনের আওতায় আনা হচ্ছে।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে কক্সবাজার সমুদ্র সৈকতে ছাত্রলীগের পরিচ্ছন্নতা অভিযানে প্রধান অতিথির বক্তব্যে এ ঘোষণা দেন। এ ছাড়া কক্সবাজার শহরকে সবুজ, পরিষ্কার ও নিরাপদ শহর হিসেবে গড়ে তোলা হবে বলেও জানান তিনি।

এ সময় ‘আমাদের সমুদ্র রাখিব বিশুদ্ধ’ স্লোগানে কক্সবাজার সমুদ্র সৈকতের নির্মল পরিবেশ রক্ষার পরিচ্ছন্নতা অভিযানে যুক্ত হন পর্যটকসহ নানা শ্রেণি-পেশার মানুষ। 

সবাইকে নিয়ে সমুদ্র সৈকতে পড়ে থাকা ময়লা পরিষ্কার করেন জুনায়েদ আহমেদ পলক। এরপর তিনি সবাইকে সৈকত পরিচ্ছন্ন রাখার শপথ করান।

কক্সবাজার জেলা ছাত্রলীগ সভাপতি ইশতিয়াক আহমদ জয়ের সভাপতিত্বে পরিচ্ছন্নতা অভিযানে বক্তব্য দেন সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল ফোরকান আহমদ, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা, জেলা প্রশাসক মো. কামাল হোসেন, পুলিশ সুপার ড. এ. কে ইকবাল হোসেন।