নৌবাহিনীর পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে ধরা

Looks like you've blocked notifications!
পটুয়াখালীর বুড়াগৌরাঙ্গ নদীতে জেলেদের কাছে নৌবাহিনীর সদস্য পরিচয়ে চাঁদাবাজির সময় আটক পাঁচজন। ছবি : এনটিভি

পটুয়াখালীর গলাচিপা উপজেলার পানপট্টি ইউনিয়নের বুড়াগৌরাঙ্গ নদীতে নৌবাহিনীর কর্মকর্তা পরিচয়ে জেলেদের কাছ থেকে চাঁদা আদায়কালে পাঁচজনকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে এই ঘটনা ঘটে।

আটক হওয়া ব্যক্তিরা হলেন মোহাম্মাদ আলী ওরফে প্রশান্ত, সোহেল, জসীম, মহিবুল্লাহ ও সোহাগ। তাঁদের বাড়ি গলাচিপা উপজেলায়।

গলাচিপা থানার উপপরিদর্শক (এসআই) মো. জাকারিয়া জানান, আজ সকাল থেকে বুড়াগৌরাঙ্গ নদীতে মাছধরার নিষেধাজ্ঞা অমান্য করে কয়েকজন জেলে মাছ ধরছিলেন। এ সময় নৌবাহিনীর পরিচয়ে পাঁচজন লোক জেলেদের কাছে চাঁদা আদায় করছিলেন। খবর পেয়ে নদীরপাড়ের লোকজন গলাচিপা থানা পুলিশে খবর দেন। তৎক্ষণাৎ পুলিশ এসে নৌবাহিনীর সদস্য পরিচয়দানকারী ওই পাঁচজনকে আটক করে।

এ সময় জেলেদের কাছ থেকে লুট করা তিন হাজার টাকা, চারটি মোবাইল ফোনসেট, দুটি মোটরসাইকেল, আনুমানিক তিন মণ জাটকা ও কিছু কারেন্ট জাল উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় গলাচিপা থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।