সীমান্তে রাস্তার ওপর পড়েছিল ২৭ সোনার বার

Looks like you've blocked notifications!
সাতক্ষীরা সীমান্ত থেকে উদ্ধার করা সোনার বার। ছবি : এনটিভি

সাতক্ষীরার তলুইগাছা সীমান্তের কামারপাড়া এলাকা থেকে দুই কেজি ৭০০ গ্রাম ওজনের ২৭টি সোনার বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

আজ বুধবার দুপুরে সদর উপজেলার তলুইগাছা সীমান্তের জিরো পয়েন্টের কাছে রাস্তার ওপর থেকে এই সোনা উদ্ধার করা হয়। এ সময় কোনো চোরাকারবারিকে আটক করতে পারেনি বিজিবি। 

বিজিবির ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার মো. মোস্তাফিজুর রহমান জানান, ভারতে সোনার একটি বড় চালান পাচার করা হচ্ছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে তলুইগাছা বিওপির বিজিবির সদস্যরা সীমান্তের জিরো পয়েন্টের কাছে গোপনে অবস্থান নেন। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা সোনার বারের প্যাকেটটি ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে প্যাকেটটি খুলে ২৭টি সোনার বার উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া সোনার ওজন দুই কেজি ৭০০ গ্রাম। এই সোনার দাম এক কোটি ১৩ লাখ টাকারও বেশি।