মহিলা শ্রমিক লীগকে শক্তিশালী করার তাগিদ

Looks like you've blocked notifications!
মহিলা শ্রমিক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনাসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি : পিআইডি

মহিলা শ্রমিক লীগকে শক্তিশালী করার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার গণভবনে মহিলা শ্রমিক লীগের ১৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্য আয়োজিত আলোচনা সভায় তিনি এ তাগিদ দেন।

শারিরীক অসুস্থতার কারণে শেখ হাসিনা এ আলোচনা সভায় বক্তৃতা করেননি। তিনি সংগঠনটির নেতাদের কথা শুনতে চান।

পরে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে মহিলা শ্রমিক লীগের বিভিন্ন ইউনিটের নেতারা একে একে বক্তব্য দেন। এসব বক্তব্য উঠে আসে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে নারীর ক্ষমতায়ন, দেশের সার্বিক উন্নয়ন অগ্রগতির কথা। বিশেষ করে সংগঠটির নেতারা মহিলা শ্রমিক লীগকে শক্তিশালী করে আগামী নির্বাচনে আওয়ামী লীগের বিজয় নিশ্চিত করার অঙ্গীকার করেন। 

এর আগে সংগঠনের নেতারা ফুলের তোড়া দিয়ে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান এবং সংগঠনর পরলোকগত নেতাদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।

মহিলা শ্রমিক লীগ সভাপতি রওশন জাহান সাথীর সভাপতিত্বে সংগঠনের সাধারণ সম্পাদক শামসুন্নাহার আক্তার চৌধুরী, কুষ্টিয়া শাখার সাধারণ সম্পাদক বিউটি আক্তার এবং অন্যান্য জেলা ইউনিট নেতারা বক্তব্য রাখেন।