গণধর্ষণের পর পুড়িয়ে হত্যা, তিনজনের মৃত্যুদণ্ড

Looks like you've blocked notifications!
চট্টগ্রামে ফাঁসির রায় ঘোষণা শেষ তিন আসামিকে প্রিজন ভ্যানে তোলে পুলিশ। পরে একজন কান্নায় ভেঙে পড়েন। ছবি : এনটিভি

চট্টগ্রামে গণধর্ষণের পর এক তরুণীকে পুড়িয়ে হত্যা করার দায়ে তিন যুবকের ফাঁসির আদেশ দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক। আজ বুধবার বিকেলে চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক রোখসানা পারভীন এ রায় দেন।

মৃত্যুদণ্ডাদেশ পাওয়া তিন আসামি হলেন সুজন কুমার দাশ, সমীর দে ও যদু ঘোষ।

আদালত-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০১১ সালের ৭ জুন পাহাড়তলীর দক্ষিণ কাট্টলী বাড়ী থেকে পান্না রানী দাসকে ঘর থেকে তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা। গণধর্ষণের পর কাট্টলী হরি মন্দিরের পাশে তাঁর শরীরে কেরোসিন দিয়ে পুড়িয়ে হত্যা করে আসামিরা। এ ঘটনায় নিহত পান্নার বড় বোন চন্দনা রানী দাশ বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে সুজন কুমারকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাঁর স্বীকারোক্তি মতে আরো দুইজনকে গ্রেপ্তার করে। ১০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ তিনজনকে মৃত্যুদণ্ডাদেশ দেন ও ৫০ হাজার টাকা করে জরিমানা করেন।