বাগেরহাটে আসামি পলায়ন, দুই কনস্টেবল সাসপেন্ড

Looks like you've blocked notifications!

বাগেরহাটের চিতলমারীতে তনয় (২৪) নামের এক আসামি হাসপাতাল থেকে চিকিৎসাধীন অবস্থায় পলায়ন করেছেন। এ ঘটনায় দুই পুলিশ সদস্যকে সাময়িক বহিষ্কার (সাসপেন্ড) করা হয়েছে। তাঁরা হলেন কনস্টেবল শওকত আলী ও আবদুর রউফ।

বাগেরহাট পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় জানান, চিতলমারী উপজেলার খড়মখালী এলাকা থেকে ১০টি ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজাসহ তনয়কে ২ এপ্রিল পুলিশ আটক করে। পরে তনয় অসুস্থ হয়ে পড়লে তাঁকে চিতলমারী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখান থেকে গতকাল বৃহস্পতিবার রাতে তনয় পুলিশকে ধাক্কা দিয়ে ফেলে পালিয়ে যান। এ ঘটনায় কনস্টেবল শওকত আলী বাদী হয়ে চিতলমারী থানায় একটি মামলা করেন। এই আসামি পলায়নের ঘটনায় দায়িত্বে অবহেলার কারণে দুই কনস্টেবলকে সাময়িক বহিষ্কার করা হয়েছে বলে পুলিশ সুপার জানান।