খাগড়াছড়িতে পুড়ল ১৪ দোকান

Looks like you've blocked notifications!

খাগড়াছড়ি জেলা শহরে অগ্নিকাণ্ডে ১৪টি ঘর পুড়ে গেছে।

গতকাল শুক্রবার মধ্যরাতে শহরের মাছ বাজার মার্কেটে এ অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

খাগড়াছড়ি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক জসিম উদ্দীন জানান, আগুন লাগার কিছুক্ষণের মধ্যে তা পুরো মার্কেটে ছড়িয়ে পড়ে। এতে মুদি দোকান, প্লাস্টিক ও ক্রোকারিজের শোরুম, বরফ তৈরির কারখানা, মাছের আড়ত, চায়ের দোকানসহ ১৪টি ঘর পুড়ে যায়।

অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনো জানা যায়নি। তবে ব্যবসায়ীদের ধারণা, বৈদ্যুতিক শটসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে।

খাগড়াছড়ি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক আরো জানান, অগ্নিকাণ্ডে অর্ধ কোটি টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হতে পারে।

রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন পৌরসভার মেয়র রফিকুল আলম, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এস এম শফিসহ ব্যবসায়ী নেতারা।