সাতক্ষীরায় বিএনপির কর্মিসভায় নিতাই

‘দেশে গণতন্ত্র নেই, আছে স্বৈরতন্ত্র’

Looks like you've blocked notifications!
বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী আজ শনিবার সাতক্ষীরা শহরের কাটিয়ায় আয়োজিত কর্মিসভায় বক্তব্য দেন। ছবি : এনটিভি

বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী বলেছেন, সরকার দমন-পীড়নের চরম পর্যায়ে পৌঁছেছে। দেশে গণতন্ত্র নেই, আছে স্বৈরতন্ত্র।’

আজ শনিবার সাতক্ষীরা শহরের কাটিয়ায় জেলা বিএনপির সভাপতি রহমাতুল্লাহ পলাশের বাসভবনে আয়োজিত কর্মিসভায় এসব কথা বলেন নিতাই রায় চৌধুরী।

নিতাই রায় চৌধুরী বলেন, ‘সরকারের দমন-পীড়ন ধৈর্য্যের সাথে মোকাবিলা করে আন্দোলন সংগ্রাম চালিয়ে যেতে হবে। আপনারা আন্দোলন চালিয়ে যান। ’

কর্মিসভায় জেলা বিএনপির একাধিক নেতাকর্মী বক্তব্য দেন। তাঁরা বলেন, বিএনপির নেতাকর্মীদের ওপর সরকারের দমনপীড়ন বৃদ্ধি পেয়েছে। এসব কিছুকে ধৈর্য্য সহকারে মোকাবিলা করে আন্দোলন চালিয়ে যেতে হবে।

জেলা বিএনপির সভাপতি রহমাতুল্লাহ পলাশের সভাপতিত্বে বক্তব্য দেন সাবেক সংসদ সদস্য কাজী আলাউদ্দিন, কেন্দ্রীয় নেতা ডা. শহিদুল আলম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম, সাতক্ষীরা পৌরসভার মেয়র তাজকিন আহমেদ চিশতি, সাবেক সংসদ হাবিবুর ইসলাম হাবিব, ফরিদা আক্তার বিউটি প্রমূখ।