চোখের সামনে মুক্তার মৃত্যু, মা হাসপাতালে

Looks like you've blocked notifications!

মায়ের সঙ্গে রিকশায় করে যাচ্ছিল ছোট্ট মুক্তা (৩)। হঠাৎএকটি বালুবোঝাই ইঞ্জিনচালিত ট্রলি ধাক্কা দেয় রিকশাটিকে। রিকশা থেকে  পড়ে যায় মা-মেয়ে। মুহূর্তে ট্রলির নিচে চাপা পড়ে মুক্তার মৃত্যু হয়। আহত হয় মা। 

আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় কোদালপুর সড়কের বেপারীকান্দি নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় আহত মুক্তার মা সেলিনা বেগমকে (৪৫) ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
 
প্রত্যক্ষদর্শী মতিউর রহমান (৬০) জানান, সেলিনা বেগম তাঁর মেয়ে মুক্তাকে নিয়ে রিকশায় করে ডামুড্যায় যাচ্ছিলেন। কিন্তু রিকশা বেপারীকান্দি নামক স্থানে পৌঁছালে পেছন থেকে আসা বালুবোঝাই চার চাকার ইঞ্জিনচালিত একটি ট্রলি রিকশাটিকে ধাক্কা দেয়। এতে রিকশা থেকে পড়ে যায় মুক্তা ও তার মা সেলিনা বেগম। এরপর ট্রলিটি মুক্তাকে চাপা দিলে, ঘটনাস্থলেই মারা যায় সে। তবে সেলিনা বেগম বেঁচে যান। 

ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. ইমরান হোসেন বলেন, ‘মুক্তা নামের শিশুটি মারা গেছে। আর মা সেলিনা বেগম বেশ কিছু জায়গায় আঘাত পেয়েছেন। তাঁকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।’ 

ডামুড্যা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, ‘ঘটনাস্থল থেকে ট্রলিটিকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। কিন্তু চালককে পাওয়া যায়নি। এ ব্যাপারে এখনো কোনো অভিযোগ করা হয়নি। অভিযোগ করা হলে অবশ্যই আইনি ব্যবস্থা নেওয়া হবে।’