নলছিটিতে আগুনে পুড়ে গেছে দিনমজুরের বসতঘর
ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া গ্রামে অগ্নিকাণ্ডে এক দিনমজুরের বসতঘর পুড়ে গেছে। আজ বুধবার দুপুরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এই অগ্নিকাণ্ডের ঘটনাকে রহস্যজনক বলে উল্লেখ করেছেন দিনমজুর শহিদ হোসেন মৃধা। এতে তাঁর প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন।
মৃধা জানান, দুপুরে তাঁর স্ত্রী রান্নাঘরে কাজ করছিলেন। এ সময় শোবার ঘরে আগুন দেখতে পেয়ে তিনি চিৎকার শুরু করেন। খবর পেয়ে প্রতিবেশীরা ছুটে এসে পানি ঢেলেও আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি। মালামালসহ বসতঘরটি সম্পূর্ণ পুড়ে যায়। তিনি বলেন, ‘আজ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিদ্যুৎ থাকবে না বলে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ গতকাল মাইকিং করেছে। সেই অনুযায়ী আজ সারা দিন বিদ্যুৎ ছিল না। রান্নাঘরে আমার স্ত্রী কাজ করছিলেন, অথচ শোবার ঘরে কীভাবে আগুন লাগল! বিষয়টি রহস্যজনক।’