চট্টগ্রামে তেল শোধনাগারে নিরাপত্তা জোরদার
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/02/19/photo-1424340043.jpg)
নাশকতার আশঙ্কায় চট্টগ্রামে দেশের একমাত্র তেল শোধনাগার প্রতিষ্ঠান ইস্টার্ন রিফাইনারিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। একই সঙ্গে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) পদ্মা, মেঘনা, যমুনার ডিপোসংলগ্ন বিমানবন্দর সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ রাখা হয়েছে।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ বিমানবন্দর জোনের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মো. মোসতাক আহমেদ জানান, দুর্বৃত্তরা দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো লক্ষ্যবস্তুতে পরিণত করতে পারে, এমন সংবাদ পেয়ে আগাম সতর্কতা হিসেবে তেলের ডিপোগুলোতে বিশেষ নিরাপত্তা নেওয়া হয়েছে।
এডিসি মোসতাক আরো জানান, ইস্টার্ন রিফাইনারিসহ দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো বিমানবন্দর সড়কে হওয়ায় এ এলাকায় বিশেষ নিরাপত্তা নেওয়া হয়েছে। বুধবার থেকে সিমেন্ট ক্রসিং এলাকা থেকে পুরাতন এয়ারপোর্ট ১৫ নম্বর ঘাট ব্রিজ পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ রাখা হয়েছে। সড়কের দুদিকে পুলিশের চারটি নিরাপত্তা চৌকি বাড়ানো হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সড়কে যান চলাচল বন্ধ থাকবে বলেও জানান মোসতাক আহমেদ।
ইস্টার্ন রিফাইনারি এমপ্লয়িজ ইউনিয়নের সভাপতি মো. জানে আলম জানান, দেশের একমাত্র তেল শোধনাগারটি শতভাগ নিরাপত্তার মধ্যে রয়েছে। তবে তেল বিপণন প্রতিষ্ঠান পদ্মা, মেঘনা ও যমুনার ডিপোগুলো সড়কের পাশে হওয়ায় নাশকতার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না।
তবে পূর্ব ঘোষণা ছাড়াই ভিআইপি সড়ক বন্ধ করে দেওয়ায় বিমানবন্দরের যাত্রীরা ক্ষোভ প্রকাশ করেছেন। দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী প্রতিষ্ঠান এসএ গ্রুপের সিনিয়র উপব্যবস্থাপক দিদারুল আলম এনটিভি অনলাইনকে জানান, শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শহরে আসার পথে তাঁর গাড়িকে ১৫ নম্বর ঘাট এলাকায় আটকে দেয় পুলিশ। এ কারণে তিনিসহ বিমানযাত্রীদের পতেঙ্গা হয়ে শহরে আসতে হয়। এতে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা।