ঝালকাঠিতে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা
ঝালকাঠির রাজাপুরে এক কলেজছাত্রকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত সোহেল ফকির (২০) রাজাপুর কড়ইয়া ডিগ্রি কলেজের স্নাতক প্রথম বর্ষে পড়তেন।
আজ বুধবার বেলা ১১টায় উপজেলার মধ্য বড়ইয়া গ্রামে দুর্বৃত্তরা সোহেলের ওপর হামলা চালায়। গুরুতর অবস্থায় সোহেলকে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তাঁর মৃত্যু হয়।
জমি নিয়ে বিরোধের জের ধরে সোহেল খুন হয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
রাজাপুর থানার পরিদর্শক (তদন্ত) হারুন-অর-রশীদ জানান, বড়ইয়া গ্রামের আমজাদ ফকিরের সঙ্গে একই এলাকার আবদুল্লাহ আল মাহাবুবের জমি নিয়ে বিরোধ চলছিল। বেলা ১১টার দিকে আমজাদ ফকিরের ছেলে সোহেল ফকির বাড়ি থেকে বের হয়ে বড়ইয়া ডিগ্রি কলেজে যান। কলেজ থেকে বের হয়ে তিনি স্থানীয় লস্কর বাড়ির সামনে গেলে প্রতিপক্ষ মাহাবুব, তাঁর স্ত্রী নারগিস আক্তার ও তাঁদের লোকজন অতর্কিতভাবে হামলা চালায় সোহেলের ওপর। এসময় সোহেলকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে ফেলে রেখে যায় তারা। স্থানীয় বাসিন্দারা সোহেলকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ২টার দিকে সোহেল মারা যান।
এ ঘটনায় পুলিশ আবদুল্লাহ আল মাহাবুব ও তার স্ত্রী নারগিস আক্তারকে আটক করেছে।
নিহত সোহেলের বাবা আমজাদ ফকির বলেন, ‘আমার কলেজপড়ুয়া ছেলেকে যারা হত্যা করেছে আমি তাদের গ্রেপ্তার ও শাস্তির দাবি করছি। হত্যাকাণ্ডের ঘটনায় আমি রাজাপুর থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছি।’