‘শক্তি থাকলে নেত্রী জেলে থাকলেও নির্বাচনে আসবে’

Looks like you've blocked notifications!
ধামরাইয়ে গ্লোবাল স্টিল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড কারখানা উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক-ই-এলাহী চৌধুরী। ছবি : এনটিভি

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কারাবাসের পেছনে সরকারের কোনো হাত নেই বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-এলাহী চৌধুরী।

তৌফিক-ই-এলাহী বলেন, ‘একটা রাজনৈতিক দলের যদি সাংগঠনিক শক্তি থাকে, অবশ্যই তারা তাদের নেত্রী জেলে থাকলেও নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে।’

আজ সোমবার দুপুরে ঢাকার ধামরাইয়ের বাথুলী এলাকায় আজিম গ্রুপের গ্লোবাল স্টিল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড কারখানা উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তৌফিক-ই-এলাহী চৌধুরী এসব কথা বলেন।

তৌফিক-ই-এলাহী বলেন, ‘খালেদা জিয়া যে কারাগারে আছে, এটা তো কোর্টের আদেশ। সরকার তো এখানে কোনোভাবেই জড়িত না। কোর্ট বিচার করেছে। ১০ বছর ধরে সে বিচার হয়েছে। সেই বিচারের ওপর ভিত্তি করে উনি কারাবন্দি আছেন। এটা তো কোনো রাজনৈতিক নয়। তবু আমরা আশা করব যে, বিএনপি একটা বড় রাজনৈতিক দল, তারা আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে।’

প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা আরো বলেন, ‘একটা রাজনৈতিক দলের যদি সাংগঠনিক শক্তি থাকে অবশ্যই তারা তাদের নেত্রী জেলে থাকলেও নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে। কোনো একটা রাজনৈতিক দল যদি নির্বাচনকে বারবার, বর্জন করে, তাহলে তার অস্তিত্ব ধুয়ে যাবে। আমি মনে করি বিএনপির সাধারণ যারা আছে, তারাও আশা করবে, তাদের নেতৃত্ব স্থানীয় যারা আছে, তারা সিদ্ধান্ত নেবে, যে তারা নির্বাচনে অংশগ্রহণ করবে।’  তিনি বলেন, বর্তমান সরকারের সময় দেশের মানুষ শতভাগ বিদ্যুৎ পাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। তাই আগামী নির্বাচনে আবারও আওয়ামী লীগ ক্ষমতায় আসবে।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, গ্লোবাল স্টিল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড কারখানা কর্তৃপক্ষকে সরকারের পক্ষ থেকে সব ধরনের সুযোগ-সুবিধা দেওয়া হবে। বর্তমান সময়ে কোনো শিল্প কারখানায় গ্যাস সংকট নেই।

জানা যায়, গ্লোবাল স্টিল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড কারখানাটি প্রায় ২৮ একর জায়গাজুড়ে নির্মিত। এখানে প্রায় এক হাজার লোকের কর্মসংস্থান হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন সংসদ সদস্য এম এ মালেক, সাবেক সংসদ সদস্য বেনজীর আহমেদ, আজিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ফারহান মোহাম্মদ আজিম, পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাসুম আল বিরুনি, গ্লোবাল স্টিল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেডের নির্বাহী পরিচালক ইঞ্জিনিয়ার কমলেন্দু রায়।