যন্ত্রপাতি কেনায় দুর্নীতি, চট্টগ্রাম বন্দরের কর্মকর্তা গ্রেপ্তার

Looks like you've blocked notifications!
গ্রেপ্তারের পর মুখ ঢাকার চেষ্টা করেন চট্টগ্রাম বন্দরের উপপ্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা সন্দীপন চৌধুরী। ছবি : ফোকাস বাংলা

চট্টগ্রাম বন্দরে যন্ত্রপাতি কেনায় দুর্নীতির অভিযোগে উপপ্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা সন্দীপন চৌধুরীকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। পরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

আজ সোমবার দুপুরে চট্টগ্রাম বন্দর ভবন থেকে উপপ্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা সন্দীপন চৌধুরীকে গ্রেপ্তার করে দুদক। পরে তাঁকে চট্টগ্রাম মহানগর আদালতে সোপর্দ করা হয়। বিচারক আল ইমরান তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

দুদকের উপপরিচালক লুৎফল কবির জানান, চট্টগ্রাম বন্দরের বিভিন্ন যন্ত্রপাতি কেনায় অনিয়মের অভিযোগে ২০১৩ সালের ২৮ অক্টোবর সন্দীপন চৌধুরীর বিরুদ্ধে বন্দর থানায় মামলা করে দুদক। ওই মামলায় আজ সোমবার দুপুরে তাঁকে গ্রেপ্তার করে দুদক। পরে তাঁকে আদালতে পাঠানো হয়। শুনানি শেষে বিচারক জামিন না মঞ্জুর করে সন্দীপন চৌধুরীকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

দুদকের আইনজীবী সৈয়দ মাহামুদুল হক জানান, চট্টগ্রাম বন্দরের উপপ্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা সন্দীপন চৌধুরীকে আজ চট্টগ্রাম বন্দর ভবন থেকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে টেন্ডার ছাড়া বন্দরের যন্ত্রপাতি ক্রয়সহ নানা অভিযোগ আছে।