শুরু হলো রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম

Looks like you've blocked notifications!
সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে আজ মঙ্গলবার থেকে পাঠদান শুরু হয়েছে। ছবি : এনটিভি

পাঠদানের মধ্য দিয়ে সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। 

আজ মঙ্গলবার বেলা ১১টায় শাহজাদপুর মহিলা ডিগ্রি কলেজে স্থাপিত অস্থায়ী ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়টির শিক্ষা কার্যক্রম শুরু হয়।  

২০১৭-১৮ শিক্ষাবর্ষে চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) শ্রেণিতে তিনটি অনুষদের পাঠদান কার্যক্রম শুরু হয়েছে। অনুষদগুলো হলো রবীন্দ্র অধ্যয়ন বিভাগ, সাংস্কৃতিক ঐতিহ্য ও বাংলাদেশ অধ্যয়ন বিভাগ এবং অর্থনীতি বিভাগ।
আজ এই পাঠদান কার্যক্রমের উদ্বোধন করেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ উপাচার্য বিশ্বজিৎ ঘোষ। 

এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দেন রেজিস্ট্রার সোহরাব হোসেন, শাহজাদপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ নূরুল ইসলাম, এ এম আবদুল আজিজ, শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেহেলী লায়লা, উপজেলা চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, ভাইস চেয়ারম্যান মোস্তাক আহমেদ, মিল্ক ভিটার ভাইস চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য আবদুল হামিদ লাভলু, শাহজাদপুর মহিলা কলেজের অধ্যক্ষ রুহুল আমিন, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ডা. ইউনুস আলী খান, শাহজাদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুজামান শফি। 

২০১৫ সালের ৮ মে রবীন্দ্র জন্মজয়ন্তীর অনুষ্ঠানে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের ৩৫তম পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে ২০১৬ সালের ২৬ জুলাই রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ বিলটি সংসদে বিল পাস হয়। 

শাহজাদপুর উপজেলার বুড়ি পোতাজিয়া মৌজায় রবীন্দ্রনাথের রেখে যাওয়া ১০০ একর খাস জমির ওপর এ বিশ্ববিদ্যালয় স্থাপনের স্থান নির্ধারণ করা হয়।