কসবায় ট্রেন লাইনচ্যুত, রেল চলাচল বন্ধ

Looks like you've blocked notifications!
ছবি : ফোকাস বাংলা

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার ইমামবাড়ি এলাকায় চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। আজ মঙ্গলবার বিকেল পৌনে ৫টার দিকে এই ঘটনার পর থেকে চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের ট্রেন চলাচল বিচ্ছিন্ন রয়েছে।

দুর্ঘটনায় কেউ হতাহত হয়নি। তাৎক্ষণিক ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার কারণ জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী ট্রেন যাত্রীরা জানায়, চলন্ত ট্রেনটি কসবার ইমামবাড়ি স্টেশন অতিক্রম করার পর হঠাৎ বিকট শব্দে একটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। এ সময় যাত্রীরা দিগ্বিদিক ছোটাছুটি শুরু করে।

আখাউড়া রেলওয়ে জংশনের রিলিফ ট্রেন কর্মকর্তা দেলোয়ার হোসেন জানান, খবর পেয়ে একটি উদ্ধারকারী ট্রেন দুর্ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে। উদ্ধার কাজ শেষে ট্রেন চলাচল স্বাভাবিক হতে আরো এক-দুই ঘণ্টা সময় লাগতে পারে।