চোর সন্দেহে গণপিটুনি, যুবক নিহত
নওগাঁর বদলগাছী উপজেলার কেশাইল পশ্চিমপাড়া গ্রামে চোর সন্দেহে গণপিটুনিতে শাকিল হোসেন (২৫) নামের এক যুবক নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে।
শাকিলের বাড়ি উপজেলার মিঠাপুর ইউনিয়নের পূর্ব খাদাইল গ্রামে। তাঁর বাবা প্রয়াত মোজাহার হোসেন।
বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, ভোররাত ৪টার দিকে কেশাইল গ্রামে জনৈক ফুলবর আলীর বাড়ির আঙিনায় যান শাকিল। সেখানে তাঁকে চোর সন্দেহ হলে ফুলবরের পরিবারের লোকজন চিৎকার দেয়। তাদের চিৎকার শুনে গ্রামের লোকজন ছুটে গিয়ে শাকিলকে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, ঘটনার পরপর কেশাইল গ্রামের লোকজন লাশ ফেলে পালিয়ে যায়। খবর পেয়ে দুপুর ১২টার দিকে বদলগাছী থানার পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠায়।
ওসি আরো জানান, শাকিল হোসেন মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তাঁর মাথায় ও পায়ে গুরুতর জখমের চিহ্ন পাওয়া গেছে। ঘটনার পর থেকে পলাতক রয়েছেন ফুলবরের পরিবারের লোকজনসহ প্রতিবেশীরা। এ বিষয়ে বদলগাছী থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।