ফরিদপুরে কালবৈশাখীর তাণ্ডব, বাড়িঘর লণ্ডভণ্ড

Looks like you've blocked notifications!

ফরিদপুরের চরভদ্রাসনে কালবৈশাখীর তাণ্ডবে সদর ইউনিয়নের দুটি গ্রামের শতাধিক বাড়ি ও সহস্রাধিক গাছপালা ক্ষতিগ্রস্ত হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।

আজ শুক্রবার সকালে ওই এলাকা ঘুরে দেখা যায়, গাছপালা উপড়ে পড়ার পাশাপাশি উড়িয়ে নিয়ে গেছে অনেকের ঘরের চাল। কেউ কেউ ব্যস্ত রয়েছেন ঘরের ওপর পড়ে থাকা গাছপালা সরানোর কাজে। আবার অনেকেই খোলা আকাশের নিচেই সারছেন রান্নার কাজ। রাস্তার ওপর গাছপালা পড়ে থাকার কারণে ব্যাহত হচ্ছে স্বাভাবিক চলাচল।

সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য আবুল কালাম মৃধা জানান, দুটি গ্রামে কমবেশি অনেকেই ক্ষতিগ্রস্ত হলেও তার মধ্যে কামারডাঙ্গী গ্রামের অমৃত মণ্ডল, রঞ্জিত মণ্ডল, বিনয় কুমার মণ্ডল, মনির খান, মঞ্জু মোল্লা, ইব্রাহিম মোল্লা, হরিপদ মণ্ডল, ফজি খাতুন, স্বপন শিকদার, সুকমল বিশ্বাস, কার্তিক বিশ্বাস, গোবিন্দ মণ্ডল, নিখিল বেপারী, নান্নু মৃধা এবং মাথাভাঙ্গা গ্রামের অমল মণ্ডল, সিদ্দিক খান মিজান মোল্যা, শামচু মৃধা, ইউনুস মোল্যা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া  মাথাভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুটি শৌচাগার ভেঙে গেছে।

ঘটনার খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুন নাহার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান, ক্ষতিগ্রস্তদের দ্রুত নামের তালিকা তৈরি করা হচ্ছে। তালিকা শেষে উপজেলা পরিষদের পক্ষ হতে তাদের সহায়তা করা হবে।