কেরানীগঞ্জের আকছাইল সেতুতে বিশাল গর্ত
কেরানীগঞ্জের কলাতিয়ায় দীর্ঘদিন ধরে আকছাইল সেতুটির সংস্কার না করায় দুর্ভোগে পড়েছে এলাকাবাসী। এ এলাকার বাসিন্দাদের জীবনের ঝুঁকি নিয়ে সেতু দিয়ে চলাচল করতে হচ্ছে। সেতু ভাঙা হওয়ায় অনেক দুর্ঘটনা ঘটছে বলে অভিযোগ করছেন স্থানীয় এলাকাবাসী।
কেরানীগঞ্জ উপজেলার আবদুল্লাহপুর থেকে রুহিতপুরের রামেরকান্দা সড়ক থেকে সাভারের হেমায়েতপুর যাওয়ার পথে কলাতিয়া ইউনিয়নের আকছাইল এলাকায় ওই সেতুর অবস্থান।
গতকাল বৃহস্পতিবার সরেজমিনে দেখা যায়, দীর্ঘদিন ধরে সংস্কার না করায় সেতুর দুইপাশের রেলিং ভেঙে গেছে। সেতুর মাঝখানে বিশাল গর্ত হয়েছে। ভারী যানবাহন চলাচল করতে পারছে না। রিকশা ভ্যান, মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশাকে ঝুঁকি নিয়ে সেতু দিয়ে চলাচল করতে হচ্ছে।
ওই গ্রামের আজাহার আলী জানান, চার বছর ধরে সেতুটি সংস্কার না হওয়ায় চরম অসুবিধা পোহাতে হচ্ছে গ্রামবাসীকে। বড় গাড়ি চলাচল বন্ধ হয়ে যাওয়ায় মালামাল বহন করা যাচ্ছে না।
ফারুক হোসেন নামের আরেক বাসিন্দা জানান, ভাঙা সেতুর কারণে ছাত্রছাত্রীদের চলাচলেও অসুবিধা হচ্ছে। এ নিয়ে অভিভাবকরা খুব আতঙ্কিত।
হযরত আলী নামে এক বৃদ্ধ জানিয়েছেন, দীর্ঘদিন ধরে সেতুটি সংস্কার না করায় প্রতিদিনই ঘটছে নানা দুর্ঘটনা। এরই মধ্যে গাড়ি উল্টে হতাহতের ঘটনাসহ মালামালের অনেক ক্ষতি হয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে কেরানীগঞ্জ উপজেলা প্রকৌশলী মোহাম্মদ শাহজাহান আলী এনটিভি অনলাইনকে বলেন, ‘ব্রিজটি সংস্কারে দরপত্র আহ্বানসহ যাবতীয় কাজ সম্পন্ন করা হয়েছে। যানবাহন চলাচলের জন্য সংযোগ সড়ক ব্যবহার করতে বলা হয়েছে।’ তিনি বলেন, ‘আগামী সপ্তাহ থেকে কাজ শুরুর সম্ভাবনা রয়েছে। আশা করছি, আগামী মে-জুন মাসের মধ্যে ব্রিজটির সংস্কার কাজ শেষ হবে।’