পাটুরিয়ায় ফেরি চলাচল শুরু

Looks like you've blocked notifications!

এক ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল শুরু হয়েছে। ঝড়ো বাতাস, বৃষ্টি ও পদ্মা নদীতে প্রচণ্ড ঢেউয়ের কারণে আজ শুক্রবার সন্ধ্যায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।

সন্ধ্যা সাতটার দিকে ওই নৌপথে ফেরি চলাচল শুরু হয়। অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (এজিএম) নাসির মোহাম্মদ চৌধুরী এ তথ্য জানান।

সন্ধ্যা ছয়টার দিকে ওই নৌপথে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হয়। তখন নাসির চৌধুরী জানান, সন্ধ্যায় বাতাসের বেগ বেড়ে নদীতে প্রচণ্ড ঢেউয়ের সৃষ্টি হয়েছে। এ কারণে দুর্ঘটনা এড়াতে  ছয়টার দিকে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজীরহাট নৌপথে লঞ্চ চলাচলে নিষেধ করা হয়েছে।

সন্ধ্যা সাতটার পর ফেরি চলাচল শুরু হলে আটকা পড়া ট্রাক ও দূরপাল্লার বাসগুলোর চলাচল শুরু হয়।