পাবনায় ট্রেনের ধাক্কায় এনজিওকর্মী নিহত

Looks like you've blocked notifications!

পাবনার ভাঙ্গুড়া উপজেলায় ট্রেনের ধাক্কায় এক এনজিওকর্মী নিহত হয়েছেন।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কৈডাঙ্গা রেলব্রিজ এলাকায় এই ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম শরিফুল ইসলাম (২২)। তিনি সিরাজগঞ্জের শাহজাদপুরের একটি এনজিওতে চাকরি করতেন। তাঁর বাড়ি বগুড়ার শিবগঞ্জ উপজেলার দক্ষিণ শ্যামপুর গ্রামে। শরিফুলের বাবার নাম ইয়াছিন প্রামাণিক।

প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল সন্ধ্যায় কৈডাঙ্গা রেলব্রিজের ওপর দিয়ে হেঁটে যাচ্ছিলেন শরিফুল। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী আন্তনগর সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনটির সঙ্গে তাঁর ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

খবর পেয়ে রাত সাড়ে ৯টার দিকে পুলিশ শরিফুলের লাশ উদ্ধার করে ভাঙ্গুড়া থানায় নিয়ে যায়।

ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জুয়েল বলেন, নিহত শরিফুল কী কারণে ওই এলাকায় এসেছিলেন তা জানা যায়নি। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে। অভিযোগ না থাকায় লাশটি তাঁর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।