বিসিএসের প্রিলিমিনারি থেকেই কোটা চান মুক্তিযোদ্ধার সন্তানরা

Looks like you've blocked notifications!
সরকারি চাকরিতে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা বাতিল না করার দাবি জানিয়ে আজ জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ নামের একটি সংগঠন। ছবি : এনটিভি

সরকারি চাকরিতে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা বাতিল না করার দাবি জানিয়েছে ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ নামের একটি সংগঠন।

আজ শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক সমাবেশে সংগঠনটির নেতারা এ দাবি জানান।

এ সময় তাঁরা বলেন, এখনো লাখ লাখ মুক্তিযোদ্ধার সন্তান বেকার রয়েছে। এ ছাড়া, ৭৫ থেকে ৯৬ সাল পর্যন্ত মুক্তিযোদ্ধারা অবহেলিত ছিল।

মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য জানলে ইচ্ছেকৃতভাবে তাঁদের সরকারি চাকরিতে নিয়োগ দেওয়া হতো না এমন অভিযোগ করে মুক্তিযুদ্ধের পক্ষের প্রশাসন গড়ে তুলতে বিসিএসের প্রিলিমিনারি থেকেই কোটা বহাল রাখার দাবি জানান তাঁরা।

এ ছাড়া, কোটা সংস্কার আন্দোলনের নামে জামায়াত-শিবির, বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধকে কটাক্ষ করছে অভিযোগ করে এসব কর্মকাণ্ডের বিচার দাবি করেন তাঁরা।