ফরিদপুরের সাংবাদিক আরিফ ইসলামের ইন্তেকাল

Looks like you've blocked notifications!
আমার ফরিদপুর ডটকমের সম্পাদক আরিফ ইসলাম। ছবি : সংগৃহীত

ফরিদপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, দৈনিক আমার দেশ ও এনটিভির সাবেক জেলা প্রতিনিধি আরিফ ইসলাম আর নেই। গতকাল শুক্রবার দিবাগত রাতে ঢাকার বনশ্রীর বাসায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আরিফ ইসলামের বয়স হয়েছিল ৪৬ বছর। তিনি স্ত্রী, এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আরিফ ইসলামের পরিবার সূত্রে জানা গেছে, অনলাইন সংবাদপত্র আমার ফরিদপুর ডটকমের সম্পাদক আরিফ ইসলাম দীর্ঘদিন ধরে ঢাকায় অবস্থান করছিলেন। শুক্রবার দিবাগত রাতের কোনো এক সময় ঢাকার বনশ্রীর বাসায় মস্তিস্কে রক্তক্ষরণ জনিত কারণে আরিফ ইসলাম ইন্তেকাল করেন।

সাংবাদিক আরিফ ইসলামের লাশ ঢাকা থেকে বিকেলে ফরিদপুরে তাঁর গোয়ালচামটস্থ বাড়িতে রাখা হবে। এরপর ফরিদপুর প্রেসক্লাবে শ্রদ্ধা নিবেদনের জন্য আরিফ ইসলামের লাশটি আনা হবে। পরে আলীপুর কবরস্থানে তাঁকে দাফন করার কথা রয়েছে।

এদিকে আরিফ ইসলামের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি ইমতিয়াজ হাসান রুবেলসহ সাংবাদিকরা। এ ছাড়া আওয়ামী লীগ ও বিএনপির পক্ষ থেকেও নেতারা শোক প্রকাশ করেছেন।