খালেদা জিয়ার মুক্তির দাবিতে ৮ দিনের কর্মসূচি

Looks like you've blocked notifications!
ছবি : এনটিভি

কারান্তরীণ বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে আট দিনের নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

আজ রোববার দুপুর পৌনে ১২টার দিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণা করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

কর্মসূচির মধ্যে রয়েছে আজ (২২ এপ্রিল) ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল।

২৩ এপ্রিল ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির বিএনপির বিক্ষোভ; ২৫ এপ্রিল সারা দেশে মানববন্ধন কর্মসূচি পালন; ২৬ এপ্রিল জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে ঢাকাসহ দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি; ২৭ এপ্রিল সারা দেশে খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও আরোগ্য কামনা করে বাদ জুমা দোয়া কর্মসূচি; ২৮ এপ্রিল জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে ঢাকাসহ দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি; ২৯ এপ্রিল জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ঢাকাসহ দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি।

এ ছাড়া আগামী ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শ্রমিক সমাবেশ।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, যুগ্ম মহাসচিব খায়রুল কবীর খোকন, সহসাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, সহপ্রচার সম্পাদক আসাদুল করিম শাহিন, সহদপ্তর সম্পাদক মুনির হোসেন।