গাজীপুর সিটি নির্বাচন

আ. লীগের মেয়র পদপ্রার্থীর মিডিয়া সেল উচ্ছেদ

Looks like you've blocked notifications!
গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গীতে ফুটপাতের ওপর স্থাপিত আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থীর মিডিয়া সেল ক্যাম্প আজ বৃহস্পতিবার বিকেলে উচ্ছেদ করা হয়। ছবি : এনটিভি

গাজীপুর সিটি করপোরেশনের আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর আলমের মিডিয়া সেল ক্যাম্প উচ্ছেদ করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে ভ্রাম্যমাণ আদালত এই ক্যাম্প উচ্ছেদ করেন।

ওই ক্যাম্প গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গী জোন কার্যালয়ের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ঘেষে ফুটপাতের ওপর বসানো হয়েছিল। নির্বাচন কমিশন পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা শাহরীন মাধবী।

নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. রাকিব উজ্জামান রেণু বলেন, ‘আমাদের কোনো অনুমতি না নিয়ে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থীর লোকজন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ঘেষে ফুটপাতের ওপর মিডিয়া সেলের নামে নির্বাচনী ক্যাম্প স্থাপন করে। এ কারণে ওইপথে এলাকাবাসী তথা পথচারীদের চলাচলে দুর্ভোগ হওয়ার খবর পাই। এ ঘটনায় তাঁর এক প্রতিদ্বন্দ্বী প্রার্থীর লিখিত আবেদন পাওয়ার পর রিটার্নিং কর্মকর্তার নির্দেশে তদন্ত করা হয় এবং বৃহস্পতিবার বিকেলে তা উচ্ছেদ করা হয়।’