জমি সংক্রান্ত বিরোধের জের, নারীকে এসিড নিক্ষেপ

Looks like you've blocked notifications!
মৌলভীবাজারে গতকাল শুক্রবার রাতে দুর্বৃত্তদের ছোঁড়া এসিডে ঝলসে যায় রোকেয়া বেগমের শরীরের বিভিন্ন অংশ। ছবি : এনটিভি

মৌলভীবাজারের কমলগঞ্জে এক নারীর ওপর এসিড নিক্ষেপের ঘটনা ঘটেছে।

গতকাল শুক্রবার দিবাগত রাত ১টার দিকে কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের ভানুবিল গ্রামে এই ঘটনা ঘটে।

আহত নারীর নাম রোকেয়া বেগম। পাঁচ সন্তানের মা রোকেয়া ওই গ্রামের হুছন মিয়ার স্ত্রী। এসিডে রোকেয়া বেগমের গলা, কপাল, হাত ও বুকের বেশ কিছু অংশ ঝলসে গেছে।

গুরুতর আহত অবস্থায় রোকেয়া বেগমকে উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে উন্নত চিকিৎসার জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে পাঠিয়ে দেন।

প্রতিবেশিরা জানান, গতরাতে রোকেয়া বেগম প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে বের হলে ওত পেতে থাকা দুর্বৃত্তরা অ্যাসিড ছুঁড়ে পালিয়ে যায়।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকতাদির হোসেন জানান, প্রাথমিকভাবে জানা গেছে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে। সন্দেহভাজন হিসেবে রোকেয়া বেগমের দেবর ময়ুর মিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তবে এখন পর্যন্ত থানায় কোন লিখিত অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্ত অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ওসি।