নাটোরে দুই ট্রাকের সংঘর্ষে চালক নিহত
নাটোরের বড়াইগ্রামে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক ট্রাকচালক নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে আগ্রান এলাকায় এই ঘটনা ঘটে। নিহত চালকের নাম বেলাল হোসেন।
বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জি এম শামসুন নূর জানান, গতকাল রাতে আগ্রান এলাকায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে এক ট্রাকের চালক বেলাল গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এরপর সেখানে তাঁর মৃত্যু হয়।