ফরিদপুরে পুলিশ সুপারের সঙ্গে মতবিনিময়

Looks like you've blocked notifications!
ফরিদপুরের চরভদ্রাসন থানা প্রাঙ্গণে জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় বক্তব্য দেন পুলিশ সুপার মো. জাকির হোসেন খান। ছবি : এনটিভি

ফরিদপুরের চরভদ্রাসন থানা প্রাঙ্গণে বুধবার বেলা ১১টার দিকে জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাম প্রসাদ ভক্তের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্যে ফরিদপুর পুলিশ সুপার মো. জাকির হোসেন খান বলেন, ‘আমরা যদি আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে ঠিক রাখতে চাই তবে মাদকের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে।’

পুলিশ সুপার বলেন, ‘মাদক যারা বিক্রি করে তারা কোনো পুলিশ বা কোনো প্রভাবশালী ব্যক্তির ছত্রছায়ায় থেকে বিক্রি করে। আমার কোনো পুলিশ যদি মাদকের সঙ্গে জড়িত থাকে কিংবা টাকার বিনিময়ে কাউকে ছেড়ে দেয় তবে আমাকে জানাবেন। আমার দরজা আপনাদের জন্য সবসময় খোলা। আমি যা বলি তা করি।’

এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন চরভদ্রাসন উপজেলা পরিষদের চেয়ারম্যান এজিএম বাদল আমিন, সহকারী পুলিশ সুপার (সদর) মো. আনিসুজ্জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. কাউসার হোসেন, হরিরামপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আমীর হোসেন খান, গাজিরটেক ইউপি চেয়ারম্যান মো. ইযাকুব আলী, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার মো. শফিউদ্দিন খালাশী, থানা কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক মো. মোতালেব মোল্যা ও থানা মহিলা লীগের আহ্বায়ক রওশন আরা পারভীন।

এ সময় বক্তারা পুলিশ সুপারের কাছে মাদকের হাত থেকে যুবসমাজকে রক্ষা করার পাশাপশি আসছে ঈদুল ফিতর ও বর্ষা মৌসুমে চুরি ডাকাতি প্রতিরোধে উপজেলার বিভিন্ন স্পটে পুলিশি টহল জোরদার করার আহ্বান জানান।