নাটোরে যুবলীগের মিছিলে হামলা, গুলিবিদ্ধ ২

Looks like you've blocked notifications!
নাটোর শহরে হামলায় আহতদের সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। ছবি : এনটিভি

নাটোর শহরে যুবলীগের একটি মিছিলে হামলার ঘটনা ঘটেছে। এ সময় দুজন গুলিবিদ্ধ হয়েছেন। যুবলীগ এ ঘটনার জন্য বিএনপির কর্মীদের দায়ী করেছে। তবে বিএনপি তা অস্বীকার করেছে। আজ শনিবার সন্ধ্যায় শহরের তেবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ দুজন হলেন রাজীব ও নাজমুল। এর মধ্যে রাজীবকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি এহিয়া চৌধুরী এনটিভি অনলাইনকে বলেন, বিকেলে শহরের স্টেশন বাজার এলাকায় জাতীয় শোক দিবস উপলক্ষে সভার আয়োজন করে পৌর যুবলীগ। সন্ধ্যা ৬টার দিকে তেবাড়িয়া এলাকা থেকে যুবলীগের একটি মিছিল সভায় যাওয়ার পথে মামুন বেকারির মোড়ে মিছিলের ওপর হামলা ও গুলি চালায় বিএনপির স্থানীয় কর্মীরা।

এতে রাজীব ও নাজমুল গুলিবিদ্ধ হয়। এ সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। পরে বিক্ষুব্ধ যুবলীগকর্মীরা তেবাড়িয়া এলাকায় বেশ কয়েকটি দোকান ভাঙচুর করে বলে জানান প্রত্যক্ষদর্শীরা। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় পুলিশ শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জেলা যুবদল সভাপতি সাইফুল ইসলাম আফতাব সহ ৯ জনকে আটক করে।

তবে এ ব্যাপারে কিছু জানেন না বলে জানান জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল হক।