সেই প্রধান প্রকৌশলীর জামিন শুনানি ১৩ মে

Looks like you've blocked notifications!

ঘুষসহ হাতেনাতে গ্রেপ্তার নৌপরিবহন অধিদপ্তরের প্রধান প্রকৌশলী (চলতি দায়িত্ব) ড. এস এম নাজমুল হকের জামিন শুনানির জন্য আগামী ১৩ মে দিন ধার্য করেছেন আদালত।

আজ বৃহস্পতিবার জ্যেষ্ঠ বিশেষ জজ কামরুল হোসেন মোল্লা এ দিন ধার্য করেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী মাহমুদ হোসেন জাহাঙ্গীর সাংবাদিকদের বলেন, ‘আজ এ মামলায় জামিন শুনানির দিন ধার্য ছিল। কিন্তু জামিন শুনানির জন্য দুদক প্রস্তুত না থাকায় সময়ের আবেদন করা হয়। বিচারক সময়ের আবেদন মঞ্জুর করে ১৩ মে পরবর্তী দিন ধার্য করেন।’

এর আগে গত ২৩ এপ্রিল আসামি নাজমুলকে একদিনের রিমান্ড শেষে কারাগারে প্রেরনের নির্দেশ দেন ঢাকার সিএমএম আদালত। গত ১৯ এপ্রিল আসামি নাজমুলকে একদিনের রিমান্ডে পাঠান আদালত।

গত ১২ এপ্রিল বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় সেগুন রেস্তোরাঁ থেকে নাজমুল হককে ঘুষের টাকাসহ গ্রেপ্তার করেন দুদকের পরিচালক নাসিম আনোয়ার।

নথি থেকে জানা যায়, রাজধানীর রমনা মডেল থানায় দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১-এর সহকারী পরিচালক আবদুল ওয়াদুদ বাদী হয়ে মামলা দায়ের করেন।