‘হুমকি দিয়ে নির্বাচন বন্ধ করার ক্ষমতা বিএনপির নেই’

Looks like you've blocked notifications!
মহান মে দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে বক্তব্য দেন মাহবুব-উল আলম হানিফ। ছবি : এনটিভি

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, ‘আন্দোলনের নামে সন্ত্রাসী কর্মকান্ডের মাধ্যমে জনগনকে আতঙ্কিত করে নির্বাচন বানচাল করার ক্ষমতা বিএনপির নেই।’ তিনি বলেন, ‘হুমকি দিয়ে নির্বাচন বন্ধ করার ক্ষমতা বিএনপির নেই।’

আজ বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কার্যালয়ের সামনে আয়োজিত আলোচনাসভায় এসব কথা বলেন মাহবুব-উল আলম হানিফ। মহান মে দিবস উপলক্ষে জাতীয় শ্রমিক লীগের ঢাকা মহানগর (দক্ষিণ) কমিটি ওই সমাবেশের আয়োজন করে।

হানিফ বলেন, ‘বিএনপি দশম জাতীয় সংসদ নির্বাচনের আগেও নির্বাচন বানচাল করার হুমকি দিয়েছিল। কিন্তু তারা নির্বাচন ঠেকাতে পারে নি। নির্বাচনও হয়েছিল এবং সরকারও গঠিত হয়েছিল। সংবিধান অনুযায়ী আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। হুমকি দিয়ে নির্বাচন বন্ধ করার ক্ষমতা বিএনপির নেই।’

ঢাকা মহানগর দক্ষিণ জাতীয় শ্রমিক লীগের সভাপতি মো. সামসুল আলম বকুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহমান, শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম ও সংগঠনের কার্যকরি সভাপতি ফজলুল হক মন্টু।

হানিফ বলেন, ‘বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া দুর্নীতির মাধ্যমে এতিমের টাকা আত্মসাৎ করে আইনী প্রক্রিয়ায় জেলে রয়েছেন। আর আইনি প্রক্রিয়ার মাধ্যমেই তাঁকে মুক্তি পেতে হবে।’ তিনি বলেন, ‘নির্বাচনকে সামনে রেখে আন্দোলনের নামে সন্ত্রাসী কর্মকান্ডের মাধ্যমে বেগম জিয়াকে জেল থেকে বের করে আনা সম্ভব নয়।’

হানিফ বলেন, ‘যথা সময়ে দেশে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। কোন দল নির্বাচনে অংশ নেবে তা তাদের নিজস্ব ব্যাপার। কিন্তু দেশের মানুষ আর তাদের ভোটাধিকারকে হরণ করার সুযোগ দেবে না।’তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০৯ সালে সরকার গঠনের পর থেকে শ্রমিকদের জীবন মান উন্নয়নের জন্য পর পর দুটি মজুরি কাঠামো গঠন করে নিজেকে শ্রমিক বান্ধব হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।’