বঙ্গবন্ধুর জীবন থেকে শিক্ষা নিতে হবে : খালিদ মাহমুদ চৌধুরী

Looks like you've blocked notifications!
বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সংসদ সদস্য খালিদ মাহমুদ চৌধুরী আজ শনিবার সন্ধ্যায় দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সামনের সড়কে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন। ছবি : এনটিভি

বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সংসদ সদস্য খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে। শেখ হাসিনা গণতন্ত্র দিয়েছেন। বঙ্গবন্ধুর জীবন থেকে আমাদের শিক্ষা নিতে হবে। বঙ্গবন্ধুর জন্য এ দেশ স্বাধীন হয়েছে।

আজ শনিবার সন্ধ্যায় দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সামনের সড়কে আয়োজিত অনুষ্ঠানে খালিদ মাহমুদ চৌধুরী এসব কথা বলেন।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০১৫ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের ওই অনুষ্ঠানের আয়োজন করে সেতাবগঞ্জ পৌর আওয়ামী লীগ।

সেতাবগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি মো. সাজ্জাদ হোসেন সাজুর সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য দেন বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু সৈয়দ হোসেন, সাধারণ সম্পাদক মো. আফছার আলী, উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরহাদ হাসান চৌধুরী ঈগলু, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার ইউপি চেয়ারম্যান মো. জাফরুল্লাহ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রমজান আলী, সাংগঠনিক সম্পাদক শামীম আজাদ সরকার, সুব্রত কুমার অধিকারী প্রমুখ।

আলোচনা সভাটি সঞ্চালনা করেন সেতাবগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নূরে আলম খন্দকার কায়ছার। শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টে নিহতদের স্মরণে বিশেষ দোয়া করা হয়।