খালেদা জিয়ার উপদেষ্টাসহ চারজনের জামিন

Looks like you've blocked notifications!

বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলায় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কবির মুরাদসহ চারজনের অন্তর্বর্তীকালীন ছয় মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট।

আজ রোববার হাইকোর্টের বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে বিএনপি নেতাদের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী নিতাই রায় চৌধুরী। তাঁর সঙ্গে ছিলেন আইনজীবী দেবাশীষ রায় চৌধুরী।

পরে অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী জানিয়েছেন, নড়াইলের কালিয়া থানাধীন জেলা বিএনপির সভাপতির গ্রামের বাড়িতে একটি বৈঠক থেকে কবির মুরাদসহ ৫৯ নেতাকার্মীকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাঁদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়। সেই মামলায় আজ আদালত তাঁদের জামিন মঞ্জুর করলেন।

জামিন পাওয়া বিএনপির অপর তিন নেতা হলেন কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, নড়াইল জেলা বিএনপির সহসভাপতি মো. সাজেদুর রহমান ও যশোর জেলা বিএনপি নেতা এস্কান্দর আজিজ।