বিমানের মাইক্রোবাসে ৬০ সোনার বার

Looks like you've blocked notifications!
শাহজালাল বিমানবন্দরের হ্যাঙার গেটে আজ রোববার বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে প্রায় সাত কেজি ওজনের সোনার বার উদ্ধার করেছে কাস্টমস কর্তৃপক্ষ। ছবি : এনটিভি

রাজধানীর হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরের হ্যাঙার গেটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে প্রায় সাত কেজি ওজনের সোনার বার উদ্ধার করেছে কাস্টমস কর্তৃপক্ষ। এ সময় মাইক্রোবাসচালককে আটক করা হয়েছে।

আজ রোববার দুপুর ২টার দিকে বিমানবন্দরের হ্যাঙার গেট থেকে এসব সোনার বার উদ্ধার করা হয়। 

বিমানবন্দর কাস্টমসের ডেপুটি কমিশনার অথেলো চৌধুরী জানান, বিমানের একটি মাইক্রোবাসে করে স্বর্ণবার পাচার হচ্ছে- এমন খবর পেয়ে দুপুরে হ্যাঙার গেটে অবস্থান নেন কাস্টমস কর্মকর্তারা। এ সময় বিমানের মাইক্রোবাস বেরিয়ে এলে তল্লাশি করা হয় এবং গাড়ির ভেতরে বিভিন্ন স্থানে লুকিয়ে রাখা অবস্থায় ৬০টি সোনার বার উদ্ধার করা হয়। এর ওজন ছয় দশমিক ৯৬০ কেজি।

এ সময় কাস্টমস কর্মকর্তারা মাইক্রোবাসচালক বেলালকে আটক করেন।