‘নির্বাচন অপরাধীর দণ্ড মওকুফের বিনিময় বাণিজ্য না’

Looks like you've blocked notifications!
কুষ্টিয়ার মিরপুর উপজেলার কামিরহাটে কম্বাইন হার্বেস্টার যন্ত্রের মাধ্যমে ধান কাটা ও মাড়াইয়ের উদ্বোধন শেষে আজ রোববার সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। ছবি : এনটিভি

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি নানা রকম শর্ত আরোপ করছে বলে অভিযোগ করেছেন জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। বিএনপির উদ্দেশে তিনি বলেন, ‘মনে রাখবেন, নির্বাচনটা কোনো অপরাধীর দণ্ড মওকুফের বিনিময় বাণিজ্য না।’ 

আজ রোববার দুপুর ১২টায় কুষ্টিয়ার মিরপুর উপজেলার কামিরহাটে কম্বাইন হার্বেস্টার যন্ত্রের মাধ্যমে ধান কাটা ও মাড়াইয়ের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এসব কথা বলেন।

হাসানুল হক ইনু বলেন, ‘তারা নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন শর্ত আরোপ করছে। কখনো বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি চাচ্ছে। নির্বাচনের সময়ে শেখ হাসিনার সরকারের বদলে একটা ভূতের সরকারের দাবি উত্থাপন করছে। কখনো নির্বাচন কমিশন অদলবদল করার কথা বলছে। কিন্তু মূল কথাটা হচ্ছে, বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া হচ্ছে সার্টিফাইড, রেজিস্টার্ড, সনদধারী আগুন সন্ত্রাসী ও জঙ্গির ঘনিষ্ঠ সঙ্গী। যিনি দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত এবং দণ্ডিত। সুতরাং, স্বীকৃত সনদধারী আগুন সন্ত্রাসী এবং জঙ্গির সঙ্গীর পক্ষে, ওকালতি করাটা হচ্ছে গণতন্ত্রকে অস্বীকার করা, আইনের শাসনকে অস্বীকার করা। বেগম খালেদা জিয়ার দণ্ড মওকুফের জন্য দেন-দরবার করবেন না। অপরাধীর দণ্ড মওকুফের জন্য, নির্বাচনে অংশগ্রহণের শর্তজুড়ে দিবেন না।’

তথ্যমন্ত্রী আরো বলেন, ‘বর্তমান নির্বাচন কমিশনের অধীনে একাধিক নির্বাচন সুষ্ঠু পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সুতরাং এই নির্বাচন কমিশনে অদল বদল নিয়ে বিএনপির দাবি যুক্তিসঙ্গত নয়।’

এরপর হাসানুল হক ইনু কম্বাইন হার্বেস্টার পরিদর্শন ও মাঠ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন।

এ সময় জাসদের সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম স্বপন, জেলা জাসদের সভাপতি গোলাম মহাসিন, মিরপুর উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আহমেদ আলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম জামাল আহম্মেদ, উপজেলা কৃষি কর্মকর্তা রমেশ চন্দ্র ঘোষসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা ও কৃষকরা উপস্থিত ছিলেন।