পেট্রলবোমা হামলা
চট্টগ্রামে বিএনপির ৫১ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা, আটক ১০
চট্টগ্রাম শহরে গত বুধবার মিনিবাসে পেট্রলবোমা হামলায় চট্টগ্রাম মহানগর বিএনপি ও ছাত্রদলের ৫১ জন নেতা-কর্মীকে আসামি করে মামলা করেছে কোতোয়ালি থানার পুলিশ। ওই মামলার আসামি ও সন্দেহভাজন হিসেবে পুলিশ আজ বৃহস্পতিবার বিএনপি ও ছাত্রদলের ১০ নেতা-কর্মীকে আটক করে।
গত বুধবার রাতে চট্টগ্রাম শহরের টাইগারপাস এলাকায় মিনিবাসে পেট্রলবোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। পুলিশের করা মামলায় ৫১ জন আসামির মধ্যে চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদত হোসেন রয়েছেন।
কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) উৎপল বড়ুয়া এনটিভি অনলাইনকে বলেন, টাইগারপাসে পেট্রলবোমা নিক্ষেপের ঘটনায় উপপরিদর্শক (এসআই) মাহবুব আলী বাদী হয়ে মামলাটি করেন। এ কারণে আজ অভিযান চালিয়ে বিভিন্ন এলাকা থেকে ১০ জনকে আটক করেছে পুলিশ। এরা ওই মামলার আসামি। পর্যায়ক্রমে অন্যদেরও আইনের আওতায় আনা হবে।