নারী নির্যাতনের মামলা

জামিন বাড়ল অভিনেতা কাজী আসিফের

Looks like you've blocked notifications!

স্ত্রীর করা নারী নির্যাতনের মামলায় মডেল-অভিনেতা কাজী আসিফের জামিন বাড়িয়েছেন আদালত।

আজ সোমবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৬-এর বিচারক শহিদুল ইসলাম এ আদেশ দেন।

বাদীপক্ষের আইনজীবী সাইফুল আলম জানান, আজ আদালতে আসিফের জামিনের মেয়াদ শেষে জামিনের মেয়াদ বাড়ানোর জন্য আবেদন করেন তাঁর আইনজীবীরা। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক আগামী ২০ মে পর্যন্ত জামিনের মেয়াদ বৃদ্ধি করেন।

গত ২২ এপ্রিল অভিনেতা কাজী আসিফকে কারাগারে পাঠান আদালত। এর পরে ২৫ এপ্রিল ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর বিচারক শফিউল আজম জামিন মঞ্জুর করেন।

২০১৫ সালের ৭ সেপ্টেম্বর কানাডাপ্রবাসী শামীমা আক্তার অর্নির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন কাজী আসিফ। কাজী আসিফ রহমান বেশ কিছু বিজ্ঞাপনে মডেল হয়ে নজর কাড়েন। পরে তাঁর সঙ্গে অর্নির টানাপড়েন সৃষ্টি হয়।

এরই পরিপ্রেক্ষিতে কাজী আসিফ বাদীর কাছ থেকে ২০ লাখ যৌতুক দাবি করেন। সে ঘটনায় এ বছরের ৬ মার্চ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এ অর্নি বাদী হয়ে মামলা করেন।

সেই মামলায় বিচার বিভাগীয় তদন্ত শেষে বিচারক শফিউল আজম গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে গত ২২ এপ্রিল সকালে রাজধানীর বিমানবন্দর থানার এলাকা থেকে তাঁকে আটক করে পুলিশ।