শেরপুরে বজ্রপাতে চারজন নিহত

Looks like you've blocked notifications!

শেরপুর জেলায় আজ সোমবার বজ্রপাতে চারজন নিহত হয়েছেন। তাঁরা হচ্ছেন নালিতাবাড়ী উপজেলার স্কুলছাত্রী শারমিন, শ্রীবরদী উপজেলার ষাটোর্ধ্ব কুব্বাত আলী, নকলা উপজেলার শহিদুল ইসলাম ও শেরপুর সদর উপজেলার আবদুর রহিম।

আজ বেলা পৌনে ১১টার দিকে শেরপুর সদর উপজেলার হালগড়া গ্রামের কৃষক আবদুর রহিম মাঠে ধান কাটতে গিয়ে বজ্রপাতে মারা যান।

সকাল ৯টার দিকে নকলা উপজেলার মোচারচর গ্রামের শহিদুল ইসলাম নামের এক যুবক মাঠ থেকে ধান কেটে বাড়িতে আনার সময় পথে বজ্রপাতে মৃত্যুবরণ করেন।

সকাল ৮টার দিকে নালিতাবাড়ী উপজেলার এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী শারমিন প্রাইভেট পড়ে বাড়ি ফেরার সময় রাস্তায় বজ্রপাতের শিকার হয়ে ঘটনাস্থলেই নিহত হয়।

সকালে শ্রীবরদী উপজেলার বকচর গ্রামের ষাটোর্ধ্ব বৃদ্ধ কুব্বাত আলী ধান কাটার সময় আকস্মিক বজ্রপাতের শিকার হন। পরে তাঁকে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শেরপুর সদর, নকলা, নালিতাবাড়ী ও শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) বজ্রপাতে মৃত্যুর বিষয়গুলো নিশ্চিত করেছেন।