অর্থ আত্মসাতের মামলা

সোনালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপকসহ তিনজনের কারাদণ্ড

Looks like you've blocked notifications!

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা অর্থ আত্মসাতের মামলায় সোনালী ব্যাংকের নর্থ সাউথ রোড শাখার সাবেক ব্যবস্থাপক শাহজাহান খন্দকারসহ তিনজনকে পাঁচ বছর করে কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

আজ বুধবার ঢাকার ৬ নম্বর বিশেষ জজ আদালের বিচারক কে এম ইমরুল কায়েশ এ রায় দেন।

দণ্ডাদেশ পাওয়া ব্যক্তিরা হলেন সোনালী ব্যাংকের নর্থ সাউথ রোডের সাবেক ব্যবস্থাপক মো. শাহজাহান খন্দকার, রুস্তম আলী ও মো. আনিসুর রহমান। এর মধ্যে শাহজাহান ও রুস্তম আলী পলাতক রয়েছেন।

দুদকের আইনজীবী মোহাম্মদ রফিকুল ইসলাম জুয়েল সাংবাদিকদের জানান, অভিযোগ প্রমাণিত না হওয়ায় ব্যাংক কর্মকর্তা রণজিত কুমার বণিক, মো. মফিদুল ইসলাম ওরফে বাবুল ও মো. গোলাম কিবরিয়াকে খালাস দিয়েছেন আদালত।

বিচারক দণ্ডিত আসামিদের কারাদণ্ডের পাশাপাশি প্রত্যেককে ৩৫ লক্ষ টাকা করে অর্থদণ্ড দিয়েছেন।

নথি থেকে জানা যায়, ১৯৯৪ সালের ৮ সেপ্টেম্বর রাজধানীর কোতোয়ালি থানায় সোনালী ব্যাংকের নর্থ সাউথ রোড শাখার তৎকালীন ব্যবস্থাপক গোলাম মর্তুজা বাদী হয়ে মামলাটি করেন। আসামিরা পরস্পর যোগসাজসে সোনালী ব্যাংকের ৯৮ লাখ ৯৫ হাজার টাকা আত্মসাৎ করেন বলে এজাহারে বলা হয়।

পরবর্তীতে ২০০২ সালের ১৭ ফেব্রুয়ারি দুর্নীতি দমন ব্যুরোর পরিদর্শক আবুল কালাম আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র

দাখিল করেন। ২০০৩ সালে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। দীর্ঘ ১৬ বছর পর মামলাটির রায় আজ ঘোষণা করা হলো।