Beta

ওয়াজেদ মিয়ার মৃত্যুবার্ষিকীর মিলাদে প্রধানমন্ত্রী

০৯ মে ২০১৮, ২৩:০০

বাসস
গণভবনে আয়োজিত দোয়া মাহফিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর বোন শেখ রেহানা। ছবি : ফোকাস বাংলা

প্রখ্যাত পরমাণু বিজ্ঞানী এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী মরহুম ড. এমএ ওয়াজেদ মিয়ার নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ বুধবার বাদ আছর প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর ছোট বোন শেখ রেহানা মিলাদ ও দোয়া মাহফিলে যোগ দেন। এছাড়াও মন্ত্রীবর্গ, প্রধানমন্ত্রীর উপদেষ্টাবৃন্দ, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, ওয়াজেদ মিয়ার আত্মীয়স্বজন এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তাগণ এতে অংশ নেন। এ উপলক্ষে মরহুম ওয়াজেদ মিয়ার বিদেহী আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। 

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ আগস্ট নিহতদের বিদেহী আত্মার শান্তি এবং দেশের অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেও মোনাজাত করা হয়।

Advertisement