যেন নিজের ঘরেই এসেছি : মমতা
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনদিনের রাষ্ট্রীয় সফরে রাতে ঢাকায় এসে পৌঁছেছেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে প্রতিক্রিয়া জানাতে গিয়ে আবেগপ্রবণ হয়ে মমতা বলেন, ‘মনে হয় যেন নিজের ঘরেই এসেছি।’
আজ বৃহস্পতিবার রাত ৯টার কিছু আগে এয়ার ইন্ডিয়ার বিমানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। ৪০ জন সফরসঙ্গী নিয়ে মমতা বিমানন্দরে পৌঁছালে তাঁকে স্বাগত জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ শাহরিয়ার আলম। বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ পেরিয়েই নিজে থেকে সাংবাদিকদের কাছে নিজের প্রতিক্রিয়া জানান মমতা বন্দ্যোপাধ্যায়।
ঢাকায় অবস্থানকালে মমতা ভাষাশহীদদের শ্রদ্ধা জানানোর পাশাপাশি ধানমণ্ডি ৩২ নম্বরের বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের স্মৃতি সংগ্রহশালা এবং ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এফবিসিসিআই) সাথে বৈঠক করবেন। বৈঠক করবেন বাংলাদেশের সুশীলসমাজের সঙ্গেও।
ভারতের গণমাধ্যমগুলোর দাবি, ঢাকার সঙ্গে সম্পর্ক মেরামতই মমতার এই সফরের মূল লক্ষ্য। বাংলাদেশ-ভারত তিস্তার পানিবণ্টন এবং স্থলসীমানা নির্ধারণ চুক্তির বিপক্ষে অবস্থান নিয়ে ঢাকার সাথে দূরত্ব তৈরি করেছিলেন মমতা।
২০১১ সালে তৎকালীন ভারতীয় প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ঢাকা সফরকালে তাঁকে আমন্ত্রণ জানানো হলেও তিনি আসেননি। তবে বিজেপি সরকার গঠনের পর থেকেই ধীরে ধীরে অবস্থান পাল্টাতে থাকেন মমতা। স্থলসীমান্ত চুক্তির ব্যাপারে নিজের আপত্তিও তুলে নিয়েছেন তিনি। অতি সম্প্রতি বর্ধমানের খাগড়াগড়ে জঙ্গি তৎপরতা এবং বাংলাদেশে জামায়াতের কর্মকাণ্ডে ইন্ধন জোগানোর অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর সফরসঙ্গী তারকাদের বহরে আছেন তৃণমূল কংগ্রেস থেকে নির্বাচিত সংসদ সদস্য ও অভিনেত্রী মুনমুন সেন, এ সময়ের জনপ্রিয় নায়ক দেব। আছেন দলের সাবেক সংসদ সদস্য ও সংগীতশিল্পী কবির সুমন। শুধু তাঁরাই নন, অভিনেতা প্রসেনজিৎ, শিল্পী নচিকেতা, চলচ্চিত্র পরিচালক গৌতম ঘোষ, কবি সুবোধ সরকার, শিল্পী ইন্দ্রনীল সেন, অভিনেতা অরিন্দম শীলও আসছেন মমতার সফরসঙ্গী হয়ে।