বিকাশের দুই কর্মীকে গুলি, ১১ লাখ টাকা ছিনতাই

Looks like you've blocked notifications!
গাজীপুর চৌরাস্তায় রোববার দুপুরে বিকাশ ডিলারের দুই কর্মীকে গুলি করে টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটে। ছবি : এনটিভি

গাজীপুর চৌরাস্তায় বিকাশ ডিলারের দুই কর্মীকে গুলি করে ১১ লাখ টাকা ছিনতাই করা হয়েছে। আজ রোববার দুপুরে এই ঘটনা ঘটে।

আহত ব্যক্তিরা হলেন ইকবাল হোসেন (৩৩) ও আসাদুজ্জামান (২৭)। এই দুজন জমাদ্দার এন্টারপ্রাইজের বিকাশের কর্মী।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, দুপুরে বিকাশের ডিলার সুমন তাঁর দুই কর্মী ইকবাল ও আসাদুজ্জামানকে নিয়ে জয়দেবপুর চান্দনা চৌরাস্তা এলাকা ইউসিবি ব্যাংকে টাকা জমা দিতে যান। এ সময় চারজনের একটি ছিনতাইকারী দল মোটরসাইকেলে এসে তাঁদের গতিরোধ করে। সুমন টাকা দিতে না চাইলে ছিনতাইকারীদের সঙ্গে তাঁদের ধস্তাধস্তি হয়। একপর্যায়ে ছিনতাইকারীদের গুলিতে ইকবাল ও আসাদুজ্জামান গুরুতর আহত হন। পরে ছিনতাইকারীরা টাকার ব্যাগ নিয়ে ময়মনসিংহের দিকে পালিয়ে যায়।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ছিনতাইকারীদের ফেলে যাওয়া পাঁচটি গুলি ভর্তি একটি পিস্তল উদ্ধার করে। ছিনতাইকারীদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে বলে জানান ওসি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির দায়িত্বরত উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, আহতদের উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে বেলা ৩টার দিকে তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। দুজনের অবস্থা আশঙ্কামুক্ত। তবে তাঁদের ভর্তি করা হয়েছে।