স্যাটেলাইটের মালিক দেশের ১৬ কোটি মানুষ : কাদের

Looks like you've blocked notifications!
বঙ্গবন্ধু স্যাটেলাইটের সফল উৎক্ষেপণের পর রোববার ধানমণ্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শ্রদ্ধা নিবেদন শেষে কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ছবি : ফোকাস বাংলা

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘স্যাটেলাইটের মালিক বাংলাদেশ, বাংলাদেশের ১৬ কোটি মানুষ। আমরা বিএনপিকেও এর সঙ্গে যুক্ত করি।’ তিনি অভিযোগ করে বলেন, ‘বিএনপি এই স্যাটেলাইটের মালিকানা দুজন ব্যক্তির কাছে কেনো নিয়েছেন, কোন সেই দুই ব্যক্তি। তাদের তথ্য প্রমাণসহ যদি বিএনপি প্রমাণ না করতে পারে, তাহলে বিএনপিকে তার জন্য পে করতে হবে, ওভারপ্রাইজ (চড়া মূল্য) দিতে হবে।’ 

আজ রোববার বিকেলে রাজধানীর ধানমণ্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্যাটেলাইটের সফল উৎক্ষেপণের পর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শ্রদ্ধা নিবেদন শেষে ওবায়দুল কাদের এসব কথা বলেন।

মহাকাশে বহুল প্রতীক্ষিত বঙ্গবন্ধু স্যাটেলাইটের সফল উৎক্ষেপণের পর বঙ্গবন্ধুকে স্মরণ করে তাঁর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে তিনি দলীয় নেতাদের সঙ্গে নিয়েও শ্রদ্ধা জানান মহান স্বাধীনতার স্থপতিকে।

সেখানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক স্যাটেলাইট উৎক্ষেপণকে মহাকাশ বিজয়ের সঙ্গে তুলনা করে বলেন, দেশের সমৃদ্ধির পথে এটি ঐতিহাসিক সাফল্য। সংকীর্ণ মনোভাবের কারণেই বিএনপি এ অর্জনকে মানতে পারছে না বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।

পাঁচ সিটি করপোরেশনের বিগত নির্বাচনের প্রসঙ্গ টেনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপির এ অভিযোগ পুরোনো। এটা তাদের ভাঙা রেকর্ড। এটা তাদের পুরনো অভ্যাস। রেজাল্ট (নির্বাচনের ফলাফল) পর্যন্ত নালিশ করেছে, কিন্তু বিজয়ী হয়েছে তারা। গাজীপুরেও রেজাল্ট পর্যন্ত তারা নালিশ করেছে। কিন্তু বিজয়ী হয়েছে তারা। কুমিল্লায় রেজাল্ট পর্যন্ত নালিশ করেছে, বিজয়ী হয়েছে কারা? রংপুরেও কে জিতেছে? জিতেছে জাতীয় পার্টি। আমরা শুধু নারায়ণগঞ্জের নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয়েছি।’

এ সময় ওবায়দুল কাদের আরো বলেন, বিএনপি যাই বলুক অতীতে সিটি করপোরেশনগুলোতে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে আওয়ামী লীগ সহযোগিতা করেছে নির্বাচন কমিশনকে। একইভাবে গাজীপুর ও খুলনার নির্বাচনেও সহযোগিতা করবে বলে মন্তব্য করেন এই আওয়ামী লীগ নেতা।