সাতক্ষীরায় ‘গোপন বৈঠক থেকে’ জামায়াতের ৯ নেতাকর্মী গ্রেপ্তার

Looks like you've blocked notifications!

সাতক্ষীরায় পৌর জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা ওবায়দুল্লাহসহ জামায়াত ও শিবিরের নয় নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। আজ মঙ্গলবার সকালে শহরের ইটাগাছা ও মধুমোল্লারডাঙ্গি এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন সাতক্ষীরা পৌর জামায়াতের সেক্রেটারি মওলানা ওবায়দুল্লাহ ও তাঁর স্ত্রী রাজিয়া সুলতানা, পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি আবদুল হাই সিদ্দিক, মো. মেহেরুল্লাহ, এসএম হায়দার আলী, ৭ নম্বর ছাত্রশিবিরের সেক্রেটারি আমিনুর রহমান, মোকলেছুর রহমান, রাসেল ইসলাম ও আল আমিন।

এ সময় তাঁদের কাছ থেকে কয়েকটি পেট্রলবোমা, জিহাদি বই ও বেশ কিছু লাঠিসোঁটা আটক করা হয় বলে দাবি করেছেন গোয়েন্দা পুলিশের কর্মকর্তারা।

জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক জুলফিকার আলী জানান, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা নাশকতার লক্ষ্যে গোপন বৈঠক করছিলেন। এ সময় তাঁদের আটক করা হয়। তাঁদের আদালতে পাঠিয়ে দেওয়া হয়েছে বলেও তিনি জানান।