চান্দিনায় শিশু হত্যার আসামি জেলহাজতে
কুমিল্লার চান্দিনা উপজেলার গল্লাই ইউনিয়নের জরুন্ডা গ্রামের শিশু মাসুদ (১০) হত্যা মামলার আসামি রবিউল ইসলামকে (২০) জেলহাজতে পাঠিয়েছে পুলিশ। ১৬৪ ধারায় জবানবন্দি শেষে গতকাল বৃহস্পতিবার বিকেলে তাকে জেলহাজতে পাঠানো হয়।
১৩ ফেব্রুয়ারি একটি কুমড়াক্ষেত থেকে মাসুদের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনার পর ওই দিনই অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে একটি মামলা দায়ের করেন মাসুদের বাবা মিজান মিয়া। ওই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য গত বুধবার রাতে রবিউলকে আটক করে পুলিশ। এ ঘটনায় আলমগীর (২৩) নামের আরেক যুবককে আটক করা হয়েছে।
চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোর্শেদ এনটিভি অনলাইনকে বলেন, জিজ্ঞাসাবাদে রবিউল জানিয়েছেন, মাহফিল চলার সময় শিশু মাসুদ একটি ভাসমান দোকানের কাছে যায়। ওই সময় তাকে ফুসলিয়ে দূরের একটি কুমড়াক্ষেতে নিয়ে যায় রবিউল। সেখানে কুপ্রস্তাব দিলে মাসুদ রাজি হয়নি। পরে তাকে হাত-পা বেঁধে জোর করে বলাৎকার করে রবিউল।
গোলাম মোর্শেদ বলেন, বলাৎকারের বিষয়টি রবিউলের মাকে জানিয়ে দেওয়ার কথা বলেছিল মাসুদ। এতে ক্ষিপ্ত হয়ে তাকে শ্বাসরোধে হত্যা করে রবিউল।