রাজধানীতে যৌন হয়রানি : তদন্ত প্রতিবেদন ৬ জুন

Looks like you've blocked notifications!

আওয়ামী লীগের জনসভার দিন রাজধানীর বাংলামোটরে এক কলেজছাত্রীকে যৌন হয়রানির ঘটনায় করা মামলার তদন্ত প্রতিবেদনের জন্য আগামী ৬ জুন দিন ধার্য করেছেন আদালত।

আজ বুধবার  ঢাকার মহানগর হাকিম ফাহ্দ বিন আমিন চৌধুরী এ দিন ধার্য করেন।

ঢাকার অপরাধ, তথ্য ও প্রসিকিউশন বিভাগের উপকমিশনার আনিসুর রহমান এনটিভি অনলাইনকে জানান, আজ ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে মামলার তদন্ত প্রতিবেদনের জন্য দিন ধার্য ছিল। কিন্তু তদন্ত কর্মকর্তা তদন্ত প্রতিবেদন দাখিল না করায় বিচারক নতুন দিন ধার্য করেন।

গত ৮ মার্চ ভুক্তভোগী ছাত্রীর বাবা রমনা থানায় নারী ও শিশু আইনের ১০ ধারায় মামলাটি করেন। মামলায় ২০-৩০ জন অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে।

নথি থেকে জানা য়ায়, গত ৭ মার্চ নিপীড়নের শিকার ওই কলেজছাত্রীর ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে আলোচনায় আসে ঘটনাটি।

তরুণীর ভাইরাল হওয়া ফেসবুকের পোস্ট থেকে জানা যায়,গত ৭ মার্চ উপলক্ষে বুধবার সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের জনসভা ছিল। এতে দলটির বিভিন্ন ওয়ার্ড শাখা এবং ছাত্রলীগ, যুবলীগসহ সহযোগী বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা ঢাকার বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে ওই জনসভায় যোগ দেয়।

বাংলামোটরে এরকম একটি মিছিলের মধ্যে পড়ে একদল যুবকের হাতে যৌন নিপীড়নের শিকার হয় সেই তরুণী।