নওগাঁয় ভাইয়ের হাতে ভাই খুন!
নওগাঁয় বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই নিহত হওয়ার অভিযোগ উঠেছে। আজ সোমবার সকাল ৭টার দিকে মান্দা উপজেলার দোডাঙ্গি গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে মান্দার দোডাঙ্গি গ্রামের ইছাহাক আলীর (৩৫) সঙ্গে তাঁর বড় ভাই জয়েন উদ্দিনের বিরোধ চলে আসছিল। পূর্ব বিরোধের জের ধরে আজ সকালে তাঁদের দুই পরিবারের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষে বড় ভাই জয়েন উদ্দিন ছোট ভাই ইছাহাকের মাথায় লাঠি দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই মারা যান ইছাহাক। এ সময় নিহতের স্ত্রী লতিফুন বিবিও গুরুতর আহত হন।
লতিফুনকে উদ্ধার করে চিকিৎসার জন্য মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে বেলা সাড়ে ১১টার দিকে ঘটনাস্থল থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। পরে লাশ ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনার পর পরই অভিযান চালিয়ে জয়েন উদ্দিন, তাঁর স্ত্রী মর্জিনা, মেয়ে রেশমা আক্তার ও রিমা খাতুনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মান্দা থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে বলেও জানান ওসি।