নারায়ণগঞ্জ মহাসড়কে যানজট

Looks like you've blocked notifications!
আজ শুক্রবার সকাল থেকে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকা, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁর মেঘনা সেতু এবং ঢাকা-সিলেট মহাসড়কে রূপগঞ্জের ভুলতা পর্যন্ত থেমে থেমে গাড়ি চলতে দেখা যায়। ছবি : এনটিভি

নারায়ণগঞ্জের মহাসড়কগুলোতে ভোর থেকেই তীব্র যানজট চলছে। গাড়ি চলছে থেমে থেমে। যাত্রীরা পড়েছেন দুর্ভোগে।

আজ শুক্রবার সকালে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকা থেকে গাড়ির গতি কমে যেতে দেখা যায়। এই যানজটের প্রভাব পড়ে ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট মহাসড়কে।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁর মেঘনা সেতু এবং ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভুলতা এলাকায় যানবাহনের ধীরগতি লক্ষ কার যায়।

জেলার ট্রাফিক পরিদর্শক মোল্লা তসলিম হোসেন জানান, শুক্রবার সকাল থেকেই মহাসড়কগুলোতে দূরপাল্লার যানবাহনের চাপ বেশি দেখা যাচ্ছে। কিছু সংখ্যক চালক ট্রাফিক আইন মানছেন না। এই কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁর মেঘনা সেতু এবং ঢাকা-সিলেট মহাসড়কে রূপগঞ্জের ভুলতা পর্যন্ত থেমে থেমে গাড়ি চলছে।