ঝালকাঠিতে ৭ দোকান ভস্মীভূত

Looks like you've blocked notifications!
ঝালকাঠির সদর উপজেলার বিনয়কাঠি ইউনিয়নের সুগন্ধীয়া গতকাল বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে সাতটি দোকান ভস্মীভূত হয়েছে। ছবি : এনটিভি

ঝালকাঠির সদর উপজেলার বিনয়কাঠি ইউনিয়নের সুগন্ধীয়া বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে সাতটি দোকান ভস্মীভূত হয়েছে। 

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১টায় এ ঘটনা ঘটে।

এতে সাতটি ব্যবসা প্রতিষ্ঠানের মালামালসহ পুরো দোকান পুড়ে যায়। স্থানীয় ব্যবসায়ীরা দাবি করেছেন, এই অগ্নিকাণ্ডে ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

ক্ষতিগ্রস্তরা জানান, রমজান উপলক্ষে বাজারের সব দোকানে পর্যাপ্ত মালামাল ছিল।
রাত ১টার দিকে দোকানে আগুন লাগে। আগুন দেখতে পেয়ে স্থানীয়রা মসজিদের মাইকে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

বাজারের রাস্তা ছোট থাকায় ফায়ার সার্ভিস ও  সিভিল ডিফেন্সের গাড়ি ঢোকার সুযোগ ছিল না। এ অবস্থায় এলাকাবাসী পাশের খাল ও পুকুর থেকে পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে পুড়ে যায় বাজারের সাতটি ব্যবসা প্রতিষ্ঠান।

তবে কী কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে—তা বাজারের ব্যবসায়ীরা জানাতে পারেননি। সাতটি দোকান মালামালসহ পুড়ে যাওয়ায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি করেন তাঁরা।

বিনয়কাঠি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম বলেন, ‘বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে অথবা শত্রুতার কারণে কেউ আগুন লাগাতে পারে। আমরা বিষয়টি পুলিশকে জানিয়েছি। তারা তদন্ত করে ব্যবস্থা নেবে।’