গ্রেপ্তারের পর ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

Looks like you've blocked notifications!

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক যুবক নিহত হয়েছেন। তাঁর নাম মো. ইমন (১৮)। গতকাল শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। এর আগে রাতেই ইমনকে গ্রেপ্তার করা হয়েছিল বলে জানায় পুলিশ।

নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম খান জানান, ঘটনাস্থল থেকে তিনটি গু‌লির খোসা, তিন ছুরি ও ইট-পাট‌কেলের টুকরা উদ্ধার করা হয়।

ওসি জানান, গত ১৭ মে রাতে নান্দাইল থানার বড়াইল এলাকার অটোরিকশাচালক রানাকে হত্যা এবং অটোরিকশা ছিনতাই করে দুর্বৃত্তরা। এ ঘটনায় গতকাল রাতে ইমনকে গ্রেপ্তারের পর অন্য আসামিদের ধরতে নান্দাইল-তাড়াইল সড়কের কলাপাড়া এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় ইমনকে ছিনিয়ে নিতে তাঁর সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ এবং গুলি করে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। এ সময় ইমন গুলিবিদ্ধ হন। তাঁকে রাতেই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশের দাবি, বন্দুকযুদ্ধের সময় নান্দাইল থানার উপপরিদর্শক (এসআই) নাজিম উদ্দিন ও কনস্টেবল মোক্তার হোসেন আহত হন।

নিহত ইমন ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে নান্দাইল থানায় একাধিক হত্যা মামলা রয়েছে বলেও জানানো হয়েছে।